প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন ::- নির্বাচনী বিধিমালা ভেঙে উপজেলার ভোটের প্রচারে অংশ নেওয়ায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, এ সংক্রান্ত চিঠি ও নির্দেশনা তারা সংসদ সদস্যের নামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে ‘গোপন বৈঠকে’র অভিযোগ তুলেছেন রাজশাহীর তানোর উপজেলায় ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী শরিফুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট আশরাফুল হক তোতা।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জুলকার নায়নের কাছে বুধবার দুপুরে তিনি লিখিত অভিযোগ করেন। অভিযোগে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তানোরের প্রিসাইডিং কর্মকর্তাদের তালিকা সম্পূর্ণভাবে পরিবর্তনের দাবিও জানিয়েছেন তোতা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী কোনো কথা বলতে চাননি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জুলকার নায়ন। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
১০ মার্চ থেকে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।
বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে ।
পরিশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন । ধন্যবাদ – প্রয়োজনে :: +৮৮০১৭১৫৩০০২৬৫