মামলার এজাহার পরিবর্তন করায় ওসির বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিনিধিঃ বাদীর দেয়া এজাহার বদলে দেয়ার অভিযোগে রাজশাহীর পুঠিয়া... বিস্তারিত→
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- রাজধানীর চকবাজার চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির মালিক ও গোডাউনের ভাড়াটিয়া উভয়েয় দায়ী বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই মুন্সী আতিকুর রহমান। তিনি জানান, ওয়াহেদ ম্যানশন নামের ওই বাড়িটিকে গোডাউন হিসেবে ভাড়া দেওয়ায় মালিক হাসান ও সোহেল এবং গোডাউন তৈরি করায় ভাড়াটিয়া বোম্বাইয়াকে অভিযুক্ত করা হবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেশ কয়েকটি তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর সারাবাংলাকে এসব তথ্য জানান তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) মুরাদুল ইসলাম।
তদন্ত কর্মকর্তা বলেন, ‘যে কয়টি প্রতিবেদন জমা পড়েছে ও সংবাদমাধ্যমে নিউজ এসেছে, তাতে মনে হচ্ছে ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার কেমিক্যাল গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এক্ষেত্রে ভবনের মালিক ও গোডাউনের মালিক উভয়কেই অভিযুক্ত করা হবে। এখন দুজনকেই দায়ী করে আদালতে চার্জশিট প্রদানের কাজ করা হবে।
আগুনের ঘটনার পর বাড়ির মালিক হাসান ও সোহেল কাউকে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ঘটনার দিনই নাকি ওই বাসা থেকে বেরিয়ে গেছে। এরপর কোথায় আছে, তা কেউ বলতে পারছে না। পুলিশ সম্ভাব্য অনেক জায়গায় তাদের খোঁজ করেছে, কোথাও তার খোঁজ মেলেনি। অন্যদিকে দ্বিতীয় তলার গোডাউনের মালিক বোম্বাইয়া বলে পরিচিত তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বোম্বাইয়া একজন বিহারী। দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিল। আগুনের ঘটনার সময় আদৌ বের হয়েছে নাকি সেখানেই মারা গেছে সেটাও কেউ বলতে পারছেন না।…………………………………………………………………………………………. ……………………………………..
বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে । ধন্যবাদ – প্রয়োজনে :: +৮৮০১৭১৬২০৪২৪৮ http://upnews24x7.com/ most google ranking bengali news portal from Bangladesh.