আরএমপি পুলিশ কমিশনারের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্নভাবে... বিস্তারিত→
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছে এক মুসলিম যুবক। জাসিন্দার সঙ্গে যুবকের কথোপকথনের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, ক্রাইস্টচার্চে হামলায় নিহত পরিবারদের সমবেদনা জানাচ্ছেন জাসিন্দা আরডার্ন। এ সময় এক মুসলিম যুবক কিইউ প্রধানমন্ত্রীকে বলেন, গত তিনদিন যাবৎ আমি লাগাতার কাঁদছি। আপনি একজন অতুলনীয় ব্যক্তিত্ব।বিশ্বের অন্যান্য প্রধানমন্ত্রীরা আপনার মতো হবে বলে আমি আশা করি।
এ সময় জাসিন্দাকে উদ্দেশ করে ওই যুবক বলেন, আমার বিশ্বাস আপনি একদিন ইসলাম গ্রহণ করবেন।
এ সময় জাসিন্দা আরডার্ন মুচকি হেসে বলেন, ইসলাম মানবতার শিক্ষা দেয়, আমার মনে হয় এটি আমার মধ্যে আছে।
এদিকে জাসিন্দা আরডানের ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ।
চেঞ্জ.ওআরজি ওয়েবসাইটের পক্ষ থেকে একটি ক্যাম্পেইন গত চার দিন আগে শুরু করেছে। এই চার দিনে আবেদনের পক্ষে ৩ হাজারের বেশি স্বাক্ষর নিবন্ধিত হয়েছে।
আর অন্য ক্যাম্পেইনটি করেছে ফরাসি ওয়েবসাইট আভাজ.ওআরজি ওয়েবাসাইট। এতে নিবন্ধিত হয়েছে এক হাজারের বেশি স্বাক্ষর।
…………………………………………………………………………………………………………………………………………… বি: দ্র:: আপনাদের যে কোনো দুঃখ-দুর্দশার সংবাদ জানাতে পারেন আমাদের, আমাদের সাহসী টিম চলে যাবে আপনার দ্বার প্রান্তে । ধন্যবাদ – প্রয়োজনে :: +৮৮০১৭১৬২০৪২৪৮ upnews24x7.com most google ranking bengali news portal from Bangladesh.