প্রাণনাশের হুমকি দিয়ে রাবির তিন শিক্ষককে বেনামী চিঠি
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে সম্প্রতি বেনামি... বিস্তারিত→
নগর প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::- রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাস্তা থেকে তুলে নিয়ে মোটা অঙ্কের অর্থ আদায়ের পর মামলা ও রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছে গোদাগাড়ী অঞ্চলের ভুক্তভোগী এক কৃষকের পরিবার ।
গত মঙ্গলবার রাত ১১ টার দিকে রাজশাহী জেলাধীন গোদাগাড়ীর বিজয়নগরের পাশে আলীগঞ্জ এলাকা থেকে সাদা মাইক্রোবাসে নবিউল্লাহ নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে আসেন মহানগর ডিবির পিএসআই সালাম, এএসআই রহিদুল ও কনস্টেবল মিল্টনসহ কয়েকজন । এরপর শুরু হয় দেন-দরবার। ৩ লাখ টাকা পর্যন্ত তাদের দাবী করেছিল কনস্টেবল মিল্টন।
পরবর্তিতে, দাবীকৃত অর্থ দিতে না পারায় ঐ আসামীকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করে ৩ কেজি গাঁজা দিয়ে চালান দেয়া হয়েছে বলে জানা গেছে । তবে ডিবি বলছে আমার তাকে দামকুড়া থানা এলাকা থেকে পেয়েছি । কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে অন্যকথা ।
প্রত্যক্ষদর্শী মুদির দোকানদার ইমতিয়াজ বলেন – রাত আনুমানিক ১১ টার দিকে বিজয়নগরে একটি সাদা মাইক্রো আমার দোকানের সামনে এসে নবীউল্লাহর বাড়ি খুজতে থাকে এবং তারা আমার দোকান থেকে সিগারেটও নেয় । এরপর তাদের একজন বলেন – আমরা জেলা ডিবির লোক,নবিউল্লাহ বাড়িটা কোথায় ? আমি বলি সার আমি চিনিনা । এরপর তারা সেখান থেকে চলে যায় ।
স্থানীয় আব্দুস সামাদ নামের এক আওয়ামীলিগ নেতা ও সাবেক মেম্বার বলেন – আমি বাসায় ঢোকার সময় আমার বাসার সামনে একটা সাদা মাইক্রো দেখতে পাই এবং মাইক্রতে থাকা ড্রাইভারকে জিজ্ঞাসা করি এটা কার গাড়ি। ড্রাইভার বলে জেলা ডিবির গাড়ি।এ সময় আমি জেলা ডিবির এক ইন্সপেকটরকে ফোন দিলে তিনি জানান – তাদের কোন টিম আজ গোদাগাড়ীর দিকে টহলে নেই । আমার সন্দেহ হলে আমি গাড়িতির নাম্বার নোট করে রাখি যার নম্বর – রাজ মেট্রো -চ ৫১-০০০৩ । পরবর্তিতে জানতে পারি মাইক্রোটি মহানগর ডিবির ।
এদিকে ৩ দিন ধরে আসামী কি কারনে ডিবি হেফাজতে তার কোন সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষও । মোবাইলও রিসিভ করেননি কেউই । শুধু তাই নয় গত ২ মাসে ডিবির বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপিত হয়েছে তার নিম্নরূপ –
পদ্মার চরের এক মেম্বারকে ধরে এনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দাবি করা হয় ৫ লক্ষ টাকা
কনস্টেবল মিল্টন পালন করছেন ক্যাশিয়ারের ভূমিকা,অভিযোগ রয়েছে তাকে নিয়োগ করেছেন এক উর্দ্ধতন কর্মকর্তা,কনস্টেবলের আচরণ তাই অনেকটাই ওসির মতনই,তোয়াক্কা করেন না কাউকে।
তবে মাঠ থেকে শুরু করে দফতর পর্যন্ত কন্ট্রোল করেন খোদ ডিসি নিজেই ।কিন্তু তারপরেও এমনটা কেন …?
এ বিষয় গুলি নিয়ে কোথাও মুখ খুললে পরিণতি আরও খারাপ হবে বলে হুমকিও দেওয়া হচ্ছে বিভিন্ন জনকে। এ অবস্থায় গ্রেফতার বাণিজ্যে জড়িত ডিবি কর্মকর্তাদের হাত থেকে রেহাই পেতে হস্তক্ষেপ কামনা করেছেন রাজশাহীর সুশীল সমাজের ব্যক্তিবর্গরা ।
……………………………………………………………………………………………………………….. ………………
উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন