মডেল নাজের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: মঙ্গলবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার জি... বিস্তারিত→
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা ট্যবলেট পাচার করে নিয়ে যাবার সময় রাজশাহী নগরীর ভদ্রার মোড় থেকে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাসেফ আলীর দুই ছেলে আপেল মাহমুদ (৩০) ও রাসেল মাহমুদ (২৮)। তাদের কাছ থেকে ১৯ হাজার ৫১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর শিবলী মোস্তফা জানান, মঙ্গলবার সকালে এসএ পরিবহন থেকে এই দুই সহোদর ইয়াবার চালান রিসিভ করে নেয়। চট্টগ্রাম থেকে আসা ইয়াবার চালানটি সংগ্রহ করে তারা নগরের ভদ্রা মোড়ের দিকে অটোরিকশা করে নিয়ে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল ভদ্রা মোড় থেকে বাসে করে জয়পুরহাটে চালানটি নিয়ে যাবার। এসময় গোপন সংবাদের ভিত্তিতে র্যার-৫ এর সদস্যরা অটোরিকশায় তল্লাশি চালায়। সেখানে ইয়াবার একটি প্যকেটসহ তাদের গ্রেফতার করা হয়।
মেজর শিবলী বলেন, ঘটনাস্থলেই স্থানীয় কয়েকজনের সামনে ইয়াবাগুলো গণনা করা হয়। পরে ইয়াবাসহ তাদের র্যাব অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
………………………………………………………………………………………………………………………………………………………… উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন