প্রাণনাশের হুমকি দিয়ে রাবির তিন শিক্ষককে বেনামী চিঠি
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে সম্প্রতি বেনামি... বিস্তারিত→
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- রাজশাহীতে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তিকে এলাকাবাসীর সহায়তায় পুলিশে দিয়েছেন তার স্ত্রী। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে তাকে পুলিশে দেওয়া সোপর্দ করা হয়। মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মাহফুজুর পেশায় রিকশা চালক বলে জানিয়েছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ভাটাপাড়া এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান তার বাড়িতে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী বাড়িতে এসে বিষয়টি দেখে স্থানীয়দের জানান। এ সময় মাহফুজুর বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। তখন স্ত্রীর সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ একই সঙ্গে ওই কিশোরীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। আটক মাহফুজ দুইদিন ধরে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চলছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নগরের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকু জানান, মেয়েটি দীর্ঘদিন ধরে তার বাড়িতে থাকতো। এর আগে মাহফুজ ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু লজ্জায় সে বিষয়টি প্রকাশ করেনি। ………………………………………………………………………………………………………………………………………………………… উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
মন্তব্য করুন