যৌনপল্লী থেকে ৯৯৯-এ ফোন, বিক্রি হওয়া ১৪ তরুণী উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’... বিস্তারিত→
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন ::- রাজশাহীতে ৯৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- চট্টগ্রামের বাকুলিয়া থানার চাকতাই ভাঙাপোল গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মিরাজ (৩৩), কুমিল্লার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের মৃত বাবুলের ছেলে মো. সোহেল (৩০) ও নওগাঁর মান্দা থানার কুসুমবাগ গ্রামের মো. মুনসুরের ছেলে মিঠু আলী (২৩)।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, এ ঘটনায় এই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
…………………………………………………………………………………………………………………………………….. উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন