প্রাণনাশের হুমকি দিয়ে রাবির তিন শিক্ষককে বেনামী চিঠি
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে সম্প্রতি বেনামি... বিস্তারিত→
মোহনপুর প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন ::-রাজশাহীর মোহনপুরে একটি ট্রাক খাদে পড়ে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।সোমবার সকালে মোহনপুর মেডিকেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)।আহতরা হলেন- একই এলাকার শাহজাহানের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও ট্রাক চালক জামাল সরকারের ছেলে সাগর হোসেন (২০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “ধানবোঝাই একটি মিনি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় বলে ওসি জানান।
…………………………………………………………………………………………………………………………………….. উত্তরবঙ্গ প্রতিদিন সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন