পুঠিয়া প্রতিনিধি ,উত্তরবঙ্গ প্রতিদিন:: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১১৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে পুঠিয়ার বগেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৩০)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের আজিজুল হকের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাতে পুঠিয়ার বগেরটেক এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে ফেনসিডিলসহ গ্রেফতার করে।
এ ঘটনায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় র্যাব।
মন্তব্য নেই