নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন:: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ০১আগষ্ট/২০১৯ইং ২০.৪৫ ঘটিকায় রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মন্টুর ঢাল সোনার বলিয়া ক্লাব এলাকায় অপারেশন পরিচালনা করে ।
আসামী মোঃ রেন্টু (৪০) পিং- মৃত শামসুল হুদা সাং-প্রেমতলী ,থানা- গোদাগাড়ী, জেলাঃ রাজশাহী এর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (ক) ৫০০ পিচ ইয়বা ট্যাবলেট (খ) ০১ মোবাইল (গ) ০১ সীমসহ আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মহানগর কাশিয়াডাঙ্গা থানার মামলা নং /১৯ তাং ০১/০৮/১৯ ইং ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১)সারণি ১০(ক) ধারার মামলা রুজু করা হয়েছে। এ তথ্য কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানিযেছেন।