নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে সাহেববাজার জিরোপয়েন্টের বড় মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী শাখা।
মিছিলটি সোনাদিঘীর মোড় ও কুমারপাড়া হয়ে জিরোপয়েন্ট গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কাশ্মীরদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া ও কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করার আহবান জানান বক্তরা।
ইসলামী আন্দোলনের রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের মহানগরের সভাপতি শফিকুল ইসলামসহ যুব ইসলামী আন্দোলন, ছাত্র ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন।