স্টাফ রিপোর্টার :: পুলিশের রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নিত্যপদ দাস।
নিহত পুলিশ সদস্য নওগাঁর মান্দা উপজেলার মাইনব মধ্যপাড়া গ্রামের তুমিরউদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১২ টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বক্করকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও পায়ে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নিত্যপদ দাস বলেন, “এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”