বাগমারা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন:: রাজশাহী বাগমারাতে জেএসসি পরীক্ষা চলাকালে এক নকল সরবরাহকারীকে ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল রাকিবুল হাসান ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।কনস্টেবল রাকিবুল হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অজ্ঞাত এক যুবক তাহেরপুর উচ্চবিদ্যালয় মার্কেটের সিঁড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রের ছাদে ওঠেন। সেখান থেকে জানালা দিয়ে এক পরীক্ষার্থীর কাছে নকল সরবরাহ করছিলেন তিনি।এ সময় কনস্টেবল রাকিবুল হাসান বিষয়টি দেখতে পেলে ভবনের ছাদে উঠে ওই যুবককে আটক করেন। সেখান থেকে নেমে আসার সময় অজ্ঞাতনামা ওই যুবক রাকিবুল হাসানকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে পালিয়ে যান।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, কনস্টেবল রাকিবুল রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যুবককে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
মন্তব্য নেই