জেলা প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন,... বিস্তারিত→
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অর্থ সহায়তা নিতে রাজশাহী রেল স্টেশনে মানুষের ঢল নামে গতকাল শুক্রবার সকালে। এতে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে অর্থ সহায়তার উদ্বোধন করার কথা ছিলো। তবে অতিরিক্ত ভিড়ের কারণে শেষ পর্যন্ত আয়োজনটি বাতিল করা হয়।
অর্থ সহযোগীতার সংবাদ পেয়ে সকাল থেকে রেলস্টেশনে ভিড় করেন কয়েকশ নারী-পুরুষ। রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ৩৭৫ জন অসহায় নারী-পুরুষকে এক হাজার ৫০০ টাকা করে বিতরণ করার কথা ছিলো। কিন্তু শত শত মানুষের উপস্থিতিতে সেখানে করোনা আরও ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দেয়। সেখানে যারা উপস্থিত হন তাদের কেউ সামাজিক দূরত্ব বজায় রাখেননি। অর্থ সহায়তা পাওয়ার জন্য সকলেই গায়ের সাথে গা লাগিয়ে ভিড় করতে থাকেন। এ সময় লাইনে দাঁড় করিয়েও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ওই আয়োজনে যেতে অস্বীকৃতি জানান। এতে বাতিল হয়ে যায় অর্থ সহায়তার আয়োজনটি। পরে নগরভবনে কয়েকজনকে ডেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র লিটন।
তবে রাজশাহী নগরীর প্রায় চার হাজার দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে ব্র্যাক অর্থ সহায়তা করবে বলে জানা গেছে।