মামলার এজাহার পরিবর্তন করায় ওসির বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিনিধিঃ বাদীর দেয়া এজাহার বদলে দেয়ার অভিযোগে রাজশাহীর পুঠিয়া... বিস্তারিত→
আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন:: চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই সামরিক ভাবে আরও শক্তিশালী হচ্ছে ভারত। কেননা আগামী ২৯ জুলাইয়ের মধ্যেই ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিচ্ছে, ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ (২৭ জুলাই, সোমবার) ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হচ্ছে তৈরি পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান। ফ্রান্সের মেরিগনেক থেকে বিমানগুলো উড়বে। খবর এনডিটিভির।
ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা ডেসল্ট এভিয়েশন তৈরি করেছে রাফায়েল। আগামী বুধবার হরিয়ানা রাজ্যের আম্বালায় ভারতীয় বিমান বাহিনীর বিশেষ অবতরণস্থলে এই যুদ্ধবিমানটি অবতরণ করবে। ফ্রান্স থেকে বিমানটির যাত্রা শুরু হওয়ার পর সেটি প্রায় ১০ ঘণ্টা উড়ান দিয়ে অবতরণ করবে সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে আবার পরের দিন হরিয়ানার আম্বালার উদ্দেশে যাত্রা শুরু করবে সেটি।