একজন মানবিক পুলিশ কমিশনার
স্টাফ রিপোর্টার :: করোনা কিংবা কোভিড-১৯ নামে এক ঘাতকের আঘাতে... বিস্তারিত→
নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর নিউ গভ. ডিগ্রী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহবুব-এ-খোদা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২রা জুলাই) দিবাগত রাত ২টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মানিক জানান, মাহবুব-এ-খোদার গত ১৮ তারিখে জ্বর ও সর্দি হয়। ২৮ তারিখ থেকে তার শ্বাসকষ্ট শুরু হলে সেদিনই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা হলে রিপোর্টে করোনা নেগেটিভ আসে। তারপরও হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো।
এরপর আবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে। ওইদিন রাতে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মন্তব্য করুন