যৌনপল্লী থেকে ৯৯৯-এ ফোন, বিক্রি হওয়া ১৪ তরুণী উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’... বিস্তারিত→
আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন:: আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট পদটি ফের নিজের দখলে রাখতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। আর সেই নির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক দিলেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। নির্বাচনে নিজের সঙ্গী হিসেবে তিনি বেছে নিলেন অ-শ্বেতাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত মহিলা কমলা হ্যারিসকে । প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা দেওয়ার জন্য এবার যৌথভাবে লড়াই করবেন বিডেন এবং কমলা। পাশাপাশি এই প্রথম আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য দক্ষিণ এশিয় বংশোদ্ভূত অ-শ্বেতাঙ্গ কোনও ব্যক্তি লড়াই করছেন।
ডেমোক্র্যাটিক দলের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলার নাম আসতেই স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, বাইডেনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া সত্ত্বেও কমলাকে নিজের ডেপুটি হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে তিনি ‘অবাক’হয়েছেন। একইসঙ্গে ট্রাম্প জানান, ‘উনি (কমলা) কীভাবে কাজ করেন, তা আমরা দেখব। আপনারা জানেন, উনি প্রাথমিক ক্ষেত্রগুলিতেও খুব, খুব বাজে কাজ করেছেন।’
মন্তব্য করুন