পিকে হালদারের ৩ হাজার কোটি টাকা ফ্রিজ
স্টাফ রিপোর্টার : প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি... বিস্তারিত..
আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন:: ভারতে আদালত অবমাননার দায়ে এক টাকা জরিমানা করা হয়েছে আইনজীবী-সমাজকর্মী প্রশান্ত ভূষণকে।
আগামী ১৫ সেপ্টেম্বর মধ্যে এই জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিল সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভির। প্রধান বিচারপতি এসএ বোবদের বেঞ্চ ওই রায় সোমবার দিয়েছে। বাকস্বাধীনতা মানে অন্যকে অপমান করা যায় না। এই মন্তব্য করেই এদিন রায়দান করেছে শীর্ষ আদালত।
এই রায়ের কপি হাতে পাওয়ার পরেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রশান্ত ভূষণ। এই আইনজীবী আদৌ জরিমানা দেবেন নাকি অন্য বিকল্প খুঁজবেন তা খতিয়ে দেখছেন তিনি। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
এক সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছিলেন প্রশান্ত ভূষণ। আদালত অবমাননার অপরাধে কোর্টের প্রতি করা মন্তব্য প্রত্যাহার করবেন না বলেও জানিয়েছেন তিনি। সোমবার এমন দাবি করেছেন এই আইনজীবী-সমাজকর্মী।
মন্তব্য করুন