আরএমপি পুলিশ কমিশনারের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্নভাবে... বিস্তারিত→
শাহজাদপুর থানা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন:: সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি আতাউর রহমানের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ ও আন্দোলনরত উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিকরা।
সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দর ও ঢাকা-পাবনা মহাসড়কের পাশে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক কার্যালয়ের সামনে এ আন্দোলন শুরু হয়। একই দাবিতে আন্দোলনরত শ্রমিকরা দুপুর পর্যন্ত বাঘাবাড়ীর পদ্মা, মেঘনা ও যমুনা তেল বন্দরের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন। খবর পেয়ে সাংসদ হাসিবুর রহমান স্বপন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরে আন্দোলনকারীরা দুপুরে তেল উত্তোলন চালু করলেও ওসির অপসারণের দাবিতে অনড় ছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে ওসির অপসারণ ও ইজারাদার সালাম ব্যাপারীর শাস্তি না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট এবং উত্তরবঙ্গের সবগুলো জেলায় তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।