একজন মানবিক পুলিশ কমিশনার
স্টাফ রিপোর্টার :: করোনা কিংবা কোভিড-১৯ নামে এক ঘাতকের আঘাতে... বিস্তারিত→
জেলা প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন : মাদারীপুরে পেট্রোল দিয়ে ড্রেজার মেশিন পুড়িয়ে ফেলার অভিযোগে জেলা প্রশাসকসহ ৬ জনের নামে আদালতে আলাদা দুটি ফৌজদারি মামলা করেছেন দুই ঠিকাদার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ হোসেনের আদালতের মামলা দুটি করেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারী কান্দি গ্রামের সরোয়ার বেপারী।
মামলা দুটি শুনানি শেষে বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’কে (পিবিআই) তদন্ত করে শিগগিরই প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মামলার আসামিরা হলেন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন বাচ্চু, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, পাঁচ্চর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও শিবচর উপজেলার এম.এল.এসএস বাবুল মিয়া।
মামলার বিবরণে জানা যায়, শিবচর উপজেলার বাঁচামারা এলাকায় চৌধুরী আনিছ উদ্দিন ওয়াকফ এষ্টেটের মাটি ভরাট করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের কাজ শুরু করে দুই জন ব্যবসায়ী।
গত ২৮ আগস্ট জেলা প্রশাসকসহ ৬ জন ওই এলাকায় উপস্থিত হয়ে ড্রেজারগুলো পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে। এছাড়া ওই সময় আরো ৮টি ড্রেজার মেশিন ভেঙে ফেলা হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন দুই জন ঠিকাদার।
মন্তব্য করুন