যৌনপল্লী থেকে ৯৯৯-এ ফোন, বিক্রি হওয়া ১৪ তরুণী উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’... বিস্তারিত→
জেলা প্রতিনিধি,,উত্তরবঙ্গ প্রতিদিন :: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকার গুমাই নদীতে দু’টি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে ৯ যাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছেন, সুনামগঞ্জের মধ্যনগর এলাকা থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিন নৌকা (ট্রলার) নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের রাজনগর এলাকার গুমাই নদীতে বিপরীতগামী একটি বাল্কহেডের (পণ্যবাহী বড় নৌকা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৯ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ডুবে যাওয়া নৌকায় ৩০ জনের বেশী যাত্রী ছিল। বাকীদের স্থানীয়রা উদ্ধার করেছেন।
মন্তব্য করুন