রাজশাহীতে ট্রাফিক সার্জেন্টকে পিটিয়ে আহত করল ২ বখাটে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চেকপোস্টে কর্তব্য রত ট্রাফিক পুলিশের সার্জেন্টকে... বিস্তারিত→
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ পিরানহা মাছ রাজশাহী নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় বিক্রয় করেছে এক প্রকারের অসাধু মাছ ব্যবসায়ীরা । অথচ আমাদের দেশের আইন অনুযায়ী পিরানহা মাছ আমদানি এবং উৎপাদন দুটিই নিষিদ্ধ। বিক্রয়ের তো প্রশ্নই আসেনা।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নওদাপাড়া মাছের আড়তে এই মাছ বিক্রি র অভিযোগ পাওয়া গেছে কয়েকজন ক্রেতার কাছ থেকে।
স্থানীয় সুত্রে জানা যায়, রাক্ষুসে স্বভাবের কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশ সরকারও পিরানহা মাছের উৎপাদন, বিপণন ও বিক্রি বাংলাদেশে নিষিদ্ধ করেছে। ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
অথচ তারপরেও এই নিষিদ্ধ পিরহানা মাছ কিভাবে রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে এমন প্রশ্নে অনেকেই স্তম্ভিত হয়ে গেছেন।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন এখুনি যদি পিরহানা মাছ বিক্রির বিষয়ে আইনী পদক্ষেপ না গ্রহন করা হয় তবে অল্প কিছুদিনের মধ্যেই বাজার সয়লাব হয়ে যাবে পিরহানা মাছে।
মন্তব্য করুন