জেলা প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেছেন,... বিস্তারিত→
বিনোদন প্রতিবেদক :: অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। স্বল্প সময়ে যিনি জায়গা করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়ে। মূলত হিট গান ‘দিলবার দিলবার’ এ আইটেম গার্ল হিসেবে নেচেই তিনি জনপ্রিয়তা পান। এখন লাখো পুরুষের ক্রাশ নোরা ফাতেহি।
নাচের জগতে তার এক ভিন্ন পরিচিতি। হট স্টারের নাচের স্টেপ মন কেড়েছে আট থেকে আশির। তাই মাঝে মধ্যেই তিনি নানা ভিডিও শেয়ার করে সবাইকে উপহার দিয়ে থাকেন। এবার হলুদ পোষাক পড়ে একটি ভিডিও আপলোড করেছেন এই নায়িকা। আর এরপরেই সেটি ভক্তদের মন কাড়তে আর দেরি করেনি। নোরা ফাতেহি বর্তমানে গুরু রন্ধাওয়ার সঙ্গে তার সর্বশেষ গান ‘নাচ মেরি রানি’ প্রচারে ব্যস্ত সময় পার করছেন। প্রচারের এক অনুষ্ঠানে নোরা ফুলের প্রিন্টের একটি গাউন পরে সবার সামনে উপস্থিত হয়েছিলেন। আর সেসময় তাকে বেশ হট লাগছিলো বলেও জানান নেটাগরিকরা।
তার ভি-নেক গাউনটি ব্যাকহীন ছিল। আর পোষাকটি পুরোটাই ছিলো ফুলের প্রিন্ট। পোষাকের নীচের অংশে বেশ কয়েকটি স্তর ছিল।
নোরার লুক ও মুভে যে প্রথম থেকেই পাগল ভক্তরা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এরই মাঝে একের পর এক মুক্তি পাওয়া নোরার বিভিন্ন ছবির গানও হটলিস্টে।