মডেল নাজের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: মঙ্গলবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার জি... বিস্তারিত→
নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগের বগুড়া জেলায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ নিয়ে রাজশাহী বিভাগের আটটি জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের।
বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগের মাঝে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে বগুড়ায় এ জেলায় মোট ২০৩ জনের মৃত্যু হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু রাজশাহীতে। অন্যদিকে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, বিভাগে নতুন ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৯ জন। বিভাগে এখন মোট আক্রান্তদের সংখ্যা ২২ হাজার ২৭৮ জন। যার মাধ্যে ২০ হাজার ৫২৭ জন সুস্থ হয়েছে। বিভাগে জেলার হাসপাতাল গুলোতে ভর্তি আছে ২ হাজার ৫৯৪ জন।
মন্তব্য করুন