রাজশাহীতে উপজেলা পরিষদ কার্যকরের দাবি চেয়ারম্যানদের
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের... বিস্তারিত→
ক্রীড়া প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জেএফএঅনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০। চূড়ান্ত পর্বে উন্নীত আটটি দল আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত দুই গ্রুপে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষে রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই খেলা আয়োজনের দায়িত্বভার নিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোসাদ্দেক কুদ্দুস সিদ্দিকী সেলিম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রুপ-‘ক’ এর চ্যাম্পিয়ন ও রানারআপ এবং গ্রুপ-‘খ’ এর চ্যাম্পিয়ন ও রানারআপ দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রথম সেমিফাইনালে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম ‘খ’ গ্রুপের রানারআপ ৩ ডিসেম্বর দুপুরে খেলবে। দ্বিতীয় সেমিফাইনালে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম ‘ক’ গ্রুপের রানারআপ একই দিন খেলবে বিকালে।
মন্তব্য করুন