রাজশাহীতে একই দলের বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত এবং... বিস্তারিত..
নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর বেসরকারি শাহমখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় হাসপাতাল পরিচালকের ছোটভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনির এই তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা মেডিকেল ক্যাম্পাসের বাইরে অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় তারা মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতালটির পরিচালক শিক্ষার্থীদের অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশন করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।এদিকে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কমিটি শাহ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত পর্যবেক্ষণে যান।
এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দ্রুত মাইগ্রেশনের পাশাপাশি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা হামলার বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তাদের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
নানা অনিয়মের অভিযোগে গত দোশরা নভেম্বর শাহমখদুম মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন