আজ দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভায় ভোট
নিজস্ব প্রতিবেদকঃ আজ শনিবার (১৬ জানুয়ারী) দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।... বিস্তারিত..
নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: সাধনা, সেবা, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা এই শ্লোগান ও জাতির জনকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ ২০২০ অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে।
শুক্রবার সকালে রাজশাহী রেল স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরে আলোচনা সভা ও বেলুন উড়িয়ে রেল সপ্তাহ সেবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।
আলোচনা সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা বলেন, এক সময় রেল লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু এখন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে লোকসান কাটিয়ে উন্নতির দিকে এগিয়ে চলেছে।
এদিকে রাজশাহী রেলওয়ের শ্রমিকদের আস্থাভাজন অন্যত্তম শ্রমিকলীগ নেতা আকতার আলী বলেন- রেলওয়ে শ্রমিকলীগ সর্বদা রেল সেবায় নিয়োজিত ছিল এবং অদূর ভবিষ্যতেও নিয়োজিত থাকবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সোনার বাংলা বিনির্মানে সর্বদা সচেষ্ট থাকব ইনশাল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালি খান, কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আকতার আলী, রেল শ্রমিক লীগ ওপেন লাইন শাখা সভাপতি জহুরুল ইসলাম, দেবব্রত সিনহা, আজমুল হক রাজু সহ রেল শ্রমিক লীগের প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন