রাজশাহীতে উপজেলা পরিষদ কার্যকরের দাবি চেয়ারম্যানদের
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের... বিস্তারিত→
বিনোদন রিপোর্ট,উত্তরবঙ্গ প্রতিদিন:: কিয়ারা আদবানির সময়টা বেশ ভালো যাচ্ছে এখন। এই অতিমারীর বাজারেও বেশ ভালো যাচ্ছে। প্রাক করোনাকালে একের পর এক ছক্কা হাঁকিয়েছে কিয়ারা অভিনীত ছবি ‘কবীর সিং’। অবশ্য সেই ছবিতে শাহিদ কাপুরের হাতে চড়-থাপ্পড় খাওয়া ছাড়া কিয়ারার অভিনয়-প্রতিভা খুব একটা দেখা যায়নি। তাতে কী? ছবি হিট, গান হিট, নায়িকাও হিট।
তা ছাড়া সুন্দর মুখের জয় সর্বত্র।কিয়ারার Kiara Advani কপালে স্বয়ং মা লক্ষ্মী এসে তিলক পরিয়ে গেলেন, যখন নেপো-কিড বিতর্কের জেরে একের পর এক বিজ্ঞাপন তারকা-কন্যাদের কাছ থেকে কিয়ারার হাতে চলে গেল।কিয়ারা এখন ব্যস্ত আছেন তাঁর আগামি ছবি ইন্দু কি জওয়ানি’ (Indoo Ki Jawani) নিয়ে।
এখানে ছোট শহরের মেয়ে ইন্দিরার চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। একটা ডেটিং অ্যাপে নাম লিখিয়ে কী ভাবে ইন্দিরার জীবন পাল্টে গেল, সেই নিয়েই এগোবে ছবির গল্প। তবে ছবিতে ডেটিং অ্যাপ ব্যবহার করলেও বাস্তব জীবনে এ সব থেকে দূরেই থাকেন কিয়ারা। তবে যদি কোনও দিন তিনি এই জাতীয় কোনও অ্যাপে নিজের নাম নথিভুক্ত করতেন, তা হলে কেমন হত?
কিয়ারার সাফ উত্তর- শুধুই ভালবাসা খুঁজছি, এটুকুই লেখা থাকত সেখানে! সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন যে এর আগে ডেটিং অ্যাপ সম্পর্কে কোনও ধারণাই তাঁর ছিল না। ইন্দু কি জওয়ানি করার সময় তিনি গুগল (Google) সার্চ করে এই নিয়ে পড়াশোনা করেছেন।
ডেটিং অ্যাপ কী রকম দেখতে হয়, সেটাও তিনি এর আগে জানতেন না। তবে নিজে কিছু না জানলেও কিয়ারার প্রিয় বান্ধবী এই অ্যাপের মাধ্যমেই নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন নায়িকা। আর তাঁকেই কিয়ারার বান্ধবী বিয়েও করেছেন।ইন্দু কি জওয়ানি ছাড়াও আশুতোষ গোয়ারিকরের আগামী ছবি ‘কররম কুররম’ (Karram Kurram) এও মুখ্য চরিত্রে দেখা যাবে কিয়ারাকে।
মন্তব্য করুন