একজন মানবিক পুলিশ কমিশনার
স্টাফ রিপোর্টার :: করোনা কিংবা কোভিড-১৯ নামে এক ঘাতকের আঘাতে... বিস্তারিত→
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: মাদকের ব্যাপারে আবারও পুলিশ সদস্যদের সতর্ক করলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম( পিপিএম)।
সালমা বেগম( পিপিএম) বলেন, মাননীয় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্যার বলেছেন – কোন পুলিশ সদস্য মাদকে জড়ালে কাউকে ছাড় দেয়া হবেনা। আরএমপিতে ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্যার। সন্দেহজনক মনে হলেই ঐ সকল পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে। মাদক নেয়ার প্রমাণ মিললে শাস্তিও হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।।
রাজশাহী কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) এর অফিস পরিদর্শনকালে গিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসকল কথা বলেন।
অফিস পরিদর্শনকালে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগমকে ( পিপিএম) ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রধান সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী।
সালমা বেগম আরোও বলেন – পুলিশ হবে জনবান্ধব। প্রধানমন্ত্রী বারবার সেই নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সুতরাং আমাদেরও নির্দেশনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ), জনাব উৎপল কুমার, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) সহ কাশিয়াডাঙ্গা বিভাগের উর্দ্ধতন অফিসারবৃন্দ।
মন্তব্য করুন