আরএমপি পুলিশ কমিশনারের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্নভাবে... বিস্তারিত→
স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন:: রাজশাহীতে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের একজনকে হরকাতুল জিহাদের (হুজি) রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডার বলছে পুলিশ।
বুধবার ভোরে নগরীর খড়খড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের মুফতি ইব্রাহীম খলিল (৪১) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল আজিজ নোমান (২৩)।
এদের মধ্যে মুফতি ইব্রাহিম খলিল হুজির আঞ্চলিক কমান্ডার এবং আব্দুল আজিজ নোমান সমন্বয়কারী বলে পুলিশ জানিয়েছে।
এই দুজনকে বুধবার দুপুরে মহানগর পুলিশের সদরদপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
তিনি বলেন, কারাগারে থাকা ‘হুজি নেতা’ আতিকুল্লাহ ওরফে জুলফিকারের নির্দেশনায় দুবাই ও মধ্যপ্রাচ্য থেকে অর্থ এনে সংগঠন গতিশীল করতে তৎপরতা চালিয়ে আসছিল গ্রেপ্তার মুফতি ইব্রাহিম খলিল ও আবদুল আজিজ ওরফে নোমান।