স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: করোনাভাইরাসের কারণে অটো পাসে এইচএসসির ফলাফলে গতবছরের তুলনায় রাজশাহী শিক্ষাবোর্ডের প্রায় চারগুণ বেশি সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে এতসংখ্যক শিক্ষার্থী অতীতে আর কখনও জিপিএ-৫ পায়নি।
গতবছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৭২৯ জন। এছাড়া ২০১৮ সালে ৪ হাজার ১৩৮ জন, ২০১৭ সালে ৫ হাজার ২৯৪ জন, ২০১৬ সালে ৬ হাজার ৭৩ জন, ২০১৫ সালে ৫ হাজার ২৫০ জন এবং ২০১৪ সালে ৭ হাজার ৬৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
শিক্ষাবোর্ড বলছে, করোনা মহামারির কারণে ২০২০ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ কারণে অটোপাস। শিক্ষার্থীদের এসএসসি ও জেএসসির ফল বিশ্লেষণ করে ফল প্রস্তুত করা হয়েছে। আর এতেই এসেছে রেকর্ডসংখ্যক জিপিএ-৫।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের দেয়া তথ্য মতে, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭৫৬টি কলেজের নিবন্ধিত শিক্ষার্থীদের সবাই পাস করেছেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১লাখ ৪৯ হাজার ৯৭৬ জন। পাসের হার শতভাগ।