বিনোদন প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: শরীর যেমন ঠান্ডা হচ্ছে পুলের নীল জলে, তেমনই মন ও মাথার খোরাক মিলছে বই পড়ে৷ তাই তো এভাবেই পাতার পর পাতা পড়ে চলেছেন ঋতাভরী৷
সমুদ্র তাঁর বড্ড প্রিয়৷ বলা ভাল জলে সময় কাটাতেই খুব ভালবাসেন অভিনেত্রী ঋতাভরী৷ তাই তো সি বিচ হোক বা স্যুইমিং পুল, বারবার ঋতাভরীর ছবিতে উঠে আসে ভাল লাগার এই জায়গা৷
তবে সব থেকে বেশি আর্কষণীয় দেখা গেছে ঋতাভরীকে ৷ যেখানে দেখা গিয়েছে যে কালো রঙের বিকিনিতে শরীর তো ডুবেছে জলে, কিন্তু অভিনেত্রী মন দিয়েছেন বইতে৷ কারণ তিনি এভাবেই পড়ে চলেছেন বই৷ এতটাই মন দিয়েছেন বই পড়াতে যে অন্য কিছুই তাঁর ধ্যানে নেই৷