স্টাফ রিপোর্টার,উত্তরবঙ্গ প্রতিদিন :: শ্রদ্ধা ও ভালোবাসায় রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়কের জন্মশতবার্ষিকী আজ। শুভ জন্মদিন জাতির পিতা। আজ বাঙালি জাতির আনন্দে পুলকিত হওয়ার দিন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ, রাজশাহী সিটি করপোরেশন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগর ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর রাসিকের কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনা নিবাসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় র্যালিটি রাজশাহী সেনা নিবাসের মেইন ফটক থেকে বের হয়। র্যালীটি বর্ণালী মোড়, রাজশাহী সিটি করপোরেশন উপশহর হয়ে হয়ে আবার সেনা নিবাসে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহমেদসহ এসময় রাজশাহী সেনা বাহিনীর উর্ধতন কর্মকর্তা, বাহিনির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।