নিজস্ব প্রতিনিধি,উত্তরবঙ্গ প্রতিদিন :: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাখো মানুষের ঢল নেমেছে রাজশাহী মহানগরীর শহীদ মিনারগুলোতে।
এরই ধারাবাহিকতায় দেশে নির্মিত সর্বপ্রথম রাজশাহী কলেজ শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেছেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এম.এ.হাবীব জুয়েল, সহ- সভাপতি ও ভোরের আভা নিউজ পোর্টালের সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাঃ সম্পাদক মাজহারুল ইসলাম চপল, যুগ্ম সাধারণ সম্পাদক (২) আমিনুল ইসলাম, আইন বিষয় সম্পাদক আকাশ সরকার, নির্বাহী সদস্য রমজান শুভ, সদস্য হারুনুর রশিদ, সদস্য সারোয়ার জাহান বিপ্লব, উত্তরবঙ্গ প্রতিদিনের ডেস্ক রিপোর্টার নূর মোহাম্মদ,ওলী আহম্মেদ,মিনারুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ ।
তবে ৫০ তম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসুচীও গ্রহন করেছে রাজশাহী মডেল প্রেসক্লাব।
এদিকে এই মহান দিবসকে ঘিরে রাজশাহী নগরীর বিভিন্ন স্মৃতিসৌধসহ সমগ্র রাজশাহী নগরীতে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। দিবস উপলক্ষে সাদা পোশাকের পাশাপাশি পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে ।