নিজস্ব প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (৩ এপ্রিল) রাত ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার থেকে তাকে হাতেনাতে ধরে তারা। পরে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাকিবুল ইসলাম থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।