বাঘা প্রতিনিধি। উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর বাঘায় চুরি হওয়া ৭টি মহিষ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে লালপুরের বিলমাড়িয়া ও তার দক্ষিণে পদ্মার মধ্যে চর এলাকা থেকে এই মহিষগুলো উদ্ধার করা হয়। রাজশাহীতে চুরি হওয়া ৭টি মহিষ উদ্ধার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পদ্মার মধ্যে পলাশি ফতেপুর চরের ইদ্রিস খামারুর বাগানবাড়ি থেকে ভোর ৪টার দিকে মহিষগুলো চুরি হয়। চুরি হওয়ার কিছুক্ষণের মধ্যে বাঘা থানার পুলিশকে বিষয়টি অবগত করা হয়।
রাজশাহী বাঘা থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। চার ঘণ্টা অভিযান পরিচালনা করে লালপুর উপজেলা বিলমাড়িয়া ও তার দক্ষিণে চরের মধ্যে থেকে মহিষগুলো উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে চোর পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর চার ঘণ্টার ব্যবধানে মহিষগুলো উদ্ধার করা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। চোরদের তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।