বেশ কয়েকজন অভিনয় শিল্পী ইতোমধ্যে ঢাকা অংশের শুটিং করেছেন। কেউ কেউ ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিংয়ে অংশ নেবেন।
বঙ্গবন্ধু বায়োপিকে ৩ জন সিনিয়র অভিনয় শিল্পী কাজ করছেন। তারা হলেন- দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ এবং খায়রুল আলম সবুজ।
রাইসুল ইসলাম আসাদ মওলানা ভাসানীর চরিত্রের অভিনয়ের জন্য গত সপ্তাহে ২ দিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। আরও ২ দিন শুটিং করবেন একুশে পদক পাওয়া এই গুণী অভিনেতা।
আজ শুক্রবার সকালে তিনি বলেন, ‘ঐতিহাসিক একটি সিনেমার ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছি। অবশ্যই ভালো লাগছে। ভারতের পর এবার ঢাকায় শুটিংয়ে অংশ নিয়েছি।’
খায়রুল আলম সবুজ অভিনয় করছেন বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের চরিত্রে। তিনি বলেন, ‘ইতোমধ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনটির শুটিং করেছি। আরও কয়েকদিন শুটিং করতে হবে। শিডিউল দিয়ে রেখেছি।
অভিনেত্রী দিলারা জামান বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় করছেন বঙ্গবন্ধুর মা সায়েরা খাতুনের চরিত্রে। তার শুটিং এই নভেম্বরে হওয়ার কথা ছিল। তবে, পরে ডিসেম্বরে চূড়ান্ত করা হয়েছে।
দিলারা জামান বলেন, ‘প্রথমে জেনেছিলাম নভেম্বরে শুটিং হবে আমার। এখন হবে ডিসেম্বরে। কাজটি ভালো মতো শেষ করার অপেক্ষায় আছি।
বঙ্গবন্ধু বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবার তরুণ বেলার চরিত্রে চঞ্চল চৌধুরী ও প্রখ্যাত রাজনীতিবিদ শামসুল হকের চরিত্রে সিয়াম আহমেদ। তারা এরই মধ্যে ঢাকায় শুটিং শুরু করেছেন।
© All rights reserved ® Uttorbongo Protidin ™।। 24x7upnews.com 2016 – 2022