ভোজপুরী ইন্ডাস্ট্রির কে এই মোনালিসা

সংবাদটি শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। 

 

পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।এই মুহূর্তে অভিনেত্রী নিজের শেয়ার করে নেওয়া কয়েকটি ছবির সূত্র ধরে চর্চিত হচ্ছেন একাংশের মাঝে। সাম্প্রতিক ছবিতে অভিনেত্রীকে গোলাপি ভি ডিপ নেক লাইন কাটিং, ব্যাকলেস ক্রপ টপ ও ব্লু ডেনিমে দেখা গিয়েছে। এই পোশাকে তার বক্ষ বিভাজিকার মাঝের তিল ছিল দৃশ্যমান, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি নেটজনতার একাংশের। সম্ভবত নিজের অ্যাপার্টমেন্টেই এই ছবিগুলি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

 

খোলা চুলে, বিনা মেকাপ লুকেই জানলার ধারে দাঁড়িয়ে তুলেছেন নিজের এই সাম্প্রতিক ছবিগুলি। বলাই বাহুল্য, অভিনেত্রী নিজের এই লুক শেয়ার করে নেওয়ার পর থেকেই বেশিরভাগেরই নজরে এসেছে তার বক্ষ বিভাজিকার মাঝের তিল। আর এই মুহূর্তে সেই সূত্রেই চর্চিত মোনালিসা।

 

Bhojpuri Actress  Monalisa Wikipedia :

https://en.m.wikipedia.org/wiki/Antara_Biswas


International  News Source & Ref : CNN  BBC  AL-Jazira AP NY TIMES   Google News  Yahoo news   Bing

 


ভোজপুরী ইন্ডাস্ট্রির কে এই মোনালিসা

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।