রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার পবা উপজেলার সাতটি এবং মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পবা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৪ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি একটিতে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
তবে হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী আগেই বিজয়ী হয়েছেন।
রাজশাহী পবা উপজেলায় হুজুরীপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে গোলাম মোস্তফা বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী দেওয়ান রেজাউল করিম (মটরসাইকেল)।
দামকুড়া ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম। বড়গাছী ইউনিয়নে নৌকা প্রতীকে শাহাদত হোসাইন সাগর বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা।
তবে আগেই হরিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।
এ ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শনপাড়া ইউনিয়নে শাহাদত হোসেন সাব্বির (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের কামরুল হাসান রাজ।
পারিলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী সাঈদ আলী মোরশেদ (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী সাইফুল বারী ভুলু (আনারস)।
হড়গ্রাম ইউনিয়নে জামায়াত নেতা আবুল কালাম আজাদ (অটো-রিকশা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের ফারুক হোসেন।
জেলার মোহনপুর উপজেলার ছয়টি ইউনিয়নের সবকয়টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
যার মধ্যে মৌগাছি ইউনিয়নে আল আমিন বিশ্বাস, ধুরইল ইউনিয়নে দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়নে বাবুল হোসেন, ঘাষিগ্রাম ইউনিয়নে আজহারুল ইসলাম, বাকশিমইল ইউনিয়নে আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নে হযরত আলীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
রাজশাহীতে তৃতীয় ধাপে এ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রবিবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ১২৬ টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।
© All rights reserved ® Uttorbongo Protidin ™।। 24x7upnews.com 2016 – 2022