আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময় অস্ট্রেলিয়ার এমপির প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে, ব্যস্ত অস্ট্রেলিয়া পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময়ই এমপি নাথান ল্যাম্বার্ট হঠাৎ প্রেমিকা নোয়া এরলিককে বলেন, এবার তাদের বিয়ে করে নেওয়া উচিত। এমন প্রস্তাবে চেম্বারের দুই দিক থেকেই হর্ষধ্বনি ওঠে।
এরপরই ওই এমপির মন্তব্য, তিনি এই মুহূর্তে আংটিটা আনেননি। কারণ এখানে কোনও প্রপস আনার অনুমতি নেই। কিন্তু জিনিসটা গোপন জায়গায় সুরক্ষিত রয়েছে। রাতে ছেলেমেয়ে ঘুমিয়ে পড়ার পর ওটা বের করার একটা রোম্যান্টিক প্ল্যান রয়েছে তাঁর।প্রসঙ্গ নাথান ল্যাম্বার্ট ও নোয়া এরলিক লিভ ইন করেন। তাদের দু’টি সন্তানও রয়েছে। কিন্তু একসঙ্গে থাকলেও এতদিন তাঁরা বিয়ে করেননি।