বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: অবশেষে প্রকাশ্যে এল সঞ্জয় লীলা বনসালির নতুন ওয়েব সিরিজ হীরামান্ডির টিজার। এদিন নেটফ্লিক্সের ইভেন্টে দেখা গেল চাঁদের হাট। পরিচালক সঞ্জয় লীলা বনসালি-সহ উপস্থিত ছিলেন বলিউডের তাবর তাবর অভিনেতারা। কেমন ছিল সেই অনুষ্ঠান? দেখে নেওয়া যাক কিছু ঝলক।সঞ্জয় লীলা বনসালির নেটফ্লিক্সে যাত্রা শুরু হল হীরামান্ডির হাত ধরে।
শনিবারই নেটফ্লিক্সে টিজার রিলিজ করল এই ওয়েব সিরিজের। নেটফ্লিক্সের পক্ষ থেকে হীরামান্ডির টিজার রিলিজ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ইতিমধ্যেই নেটফ্লিক্স ইন্ডিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ওয়েব সিরিজের একটি ভিডিও আপলোড করা হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি-সহ হীরামান্ডির অভিনেতারাও।
ছিলেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা, সানজিদা শেখ এবং সোনাক্ষী সিনহা। এই ওয়েব সিরিজের একটি ভিডিও ক্লিপও নেটফ্লিক্স ইন্ডিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করা হয়েছে। তাতে ক্যাপশন দেওয়া হয়েছে,’একটি নতুন সময়, নতুন যুগ, সঞ্জয় লীলা বনসালির তৈরি আরও একটি নতুন জাদুকরী দুলিয়া। যার অংশ হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। রইল হীরামান্ডির জগতের কিছু ঝলক। মুহূর্তের মধ্যেই প্রশংসায় ভরে ওঠে কমেন্ট সেকশন। এক নেটিজেন লিখেছেন,’কী চমৎকার কাস্ট।’ অপর এক ভক্ত লিখেছেন,’এটি আগুন হতে চলেছে, দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।
‘নেটফ্লিক্সের পক্ষ থেকে আরও একটি ক্লিপ পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। এই ভিডিও-এর ক্যাপশনে লেখা হয়েছে,’সঞ্জয় লীলা বনসালির মহিমা তাঁদের (অভিনেতাদের) বিস্ময়কর প্রতিভা এবং কমনীয়তার সঙ্গে মিলিত। হীরামান্ডি শীঘ্রই আসছে নেটফ্লিক্সে।’ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে ওয়েব সিরিজটি প্রাক-স্বাধীন ভারতের সময়ে গণিকাদের গল্প। এই ওয়েব সিরিজে একটি জেলার লুকানো সাংস্কৃতিক বাস্তবতাকেই তুলে ধরতে চেয়েছেন পরিচালক। ওয়েব সিরিজের টিজারটিতে হলুদ রঙের পোশাক পরা সমস্ত অভিনেত্রীকে দেখানো হয়েছে, ক্যামেরার দিকে তাকিয়ে। সঙ্গে লেখা,সঞ্জয় লীলা বনসালি আপনাকে সেই বিশ্বে আমন্ত্রণ জানাচ্ছে যেখানে গণিকারা রাণী ছিল।’
International News Source & Ref : CNN। BBC। AL-Jazira। AP। NY TIMES । Google News। Yahoo news । Bing