বিনোদন প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: ১৫ জানুয়ারি শেষ হয়েছে মিস ইউনিভার্স বিউটি পেজেন্ট। মার্কিন সুন্দরী আর’বনি গ্যাব্রিয়েলের মাথায় উঠেছে ফোর্স ফর গুড ক্রাউন। মিস ইউনিভার্সের টপ থ্রিতে পৌঁছেছিলেন মিস USA, মিস ভেনেজুয়েলা এবং মিস ডমিনিকান রিপাবলিক। চূড়ান্ত পর্বে ভেনেজুয়েলার প্রতিনিধির সঙ্গে লড়াই করতে হয় আর’বনিকে। হাত ধরে দু’জনে অপেক্ষা করতে থাকেন শেষ ঘোষণার। অবশেষে বিশ্বসেরা সুন্দরীর (Miss Universe 2022) খেতাব জেতেন মিস USA। প্রাক্তন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু তাঁর মাথায় ক্রাউন পরিয়ে দেন। ভারতের দিভিতা রাইও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে তিনি ১৬তম স্থান দখল করেছেন।
অনেকের দাবি, ওই প্রতিযোগিতায় মিস USA-র প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। এ নিয়ে প্রচুর বিতর্ক চলছে। যদিও বিশ্বসুন্দরীর সমান মর্যাদা পেয়ে গিয়েছেন আর’বনি। পাশাপাশি, বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন।বিশ্বের তাবড় সুন্দরীদের হারিয়ে ঠিক কত টাকা জিতলেন আর’বনি গ্যাব্রিয়েল? আন্তর্জাতিক সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুয়ায়ী, মিস ইউনিভার্স ২০২২ আড়াই লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে পেয়েছেন। তবে মিস ইউনিভার্সের দায়িত্ব পালনের জন্য এর থেকে অনেকটা টাকা খরচ করতে হবে তাঁকে। এছাড়াও প্রতি মাসে ওই বিউটি পেজেন্টের আয়োজকরা বেতন দেবেন আর’বনিকে। এখানেই শেষ নয়।
১ বছর থাকার জন্য একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে মিস ইউনিভার্সকে। সম্ভবত নিউ ইয়র্ক সিটিতে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন খাওয়ার জন্য যত টাকা খরচ হবে, সেটাও বহন করবে মিস ইউভিভার্সের আয়োজকরা। আর’বনি বিশ্বের তাবড় তাবড় ব্র্যান্ডের জুতো, জামা, মেকআপ পাবেন। তাছাড়া অনেক দেশে সফর করতে হবে তাঁকে। বিশেষত পিছিয়ে পড়া দেশগুলিতে গিয়ে মানুষের দুঃখ ঘোচানোর বন্দোবস্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর কাঁধে। বিনামূল্যে ওই সফর করবেন তিনি। ঘুরে দেখবেন গোটা বিশ্ব।আর’বনি গ্যাব্রিয়েলের মাথায় যে ক্রাউন পরানো হয়েছে, তার মূল্যও কিন্তু কম নয়। পিয়ার ফলের আকারের ব্লু স্যাফায়ার খচিত ওই মুকুট।
যার উপর ছোট ছোট হিরে দিয়ে কারু কাজ করা। ৯৯৩টি স্টোন রয়েছে ওই মুকুটে। ১১০.৮৩ ক্যারটের নীলা এবং ৪৮.২৪ ক্যারটের হিরে রয়েছে ওই মুকুটে। এই জুয়েলারি কিন্তু অর্থবহ। মুকুটের একেবারে নীচের দিকে ঢেউ উপরে উঠছে। যা শুভ পরিবর্তনের প্রতীক। ক্রাউনের উপরে থাকা বড় স্যাফায়ার ইতিবাচক বার্তা দেয়। পরিশ্রম করে ভালো মানুষ হওয়া সম্ভব, সেই কথাই বলে ওই স্টোন।
Wiki R’Bonney Gabriel is Miss Universe
https://en.m.wikipedia.org/wiki/R%27Bonney_Gabriel